Logo

জাতীয়

২৩ জেলায় নতুন ডিসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৯

২৩ জেলায় নতুন ডিসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় পরিসরের রদবদল করেছে সরকার। ঢাকাসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আট জেলার বর্তমান ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন— ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম, পাবনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা, রংপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান, যশোরে ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান, মেহেরপুরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির, নোয়াখালীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ ছাড়া গাজীপুরে আলম হোসেন, গাইবান্ধায় মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কুড়িগ্রামে অন্নপূর্ণা দেবনাথ, মাদারীপুরে জাহাঙ্গীর আলম, মৌলভীবাজারে তৌহিদুজ্জামান পাভেল, বরিশালে মো. খায়রুল আলম সুমন, বরগুনায় তাছলিমা আক্তার, রাঙামাটিতে নাজমা আশরাফীকে নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বিপিএটিসির পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লা এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার নতুন ডিসি করা হয়েছে।

অন্যদিকে, আট জেলার ডিসিকে প্রত্যাহার করে নতুনভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি মন্ত্রণালয়ে, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল প্রকাশ পর্যন্ত মাঠ প্রশাসনের পূর্ণ দায়িত্ব থাকে তাদের হাতে। নির্বাচনের আগে টানা তিন দিনে ৫২ জেলায় ডিসি রদবদলকে ভোট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর