কোলাজ : বাংলাদেশের খবর
বাংলাদেশ পুলিশ নতুন পোশাকে মাঠেনামছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের কারণে পুলিশের ব্যাপক সমালোচনার পর দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা করে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে।
শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে।
তবে এখনই সকল স্তরের সদস্যদের মধ্যে পোশাক সরবরাহ করা হয়নি। সীমিত পরিসরে শুধুমাত্র রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরবেন।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, ‘আজ থেকে নতুন পোশাক চালু হচ্ছে। এটি ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।’
এর আগে, গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, নতুন পোশাকের সঙ্গে সঙ্গে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের মনোভাব ও মানসিকতাও পরিবর্তনের প্রয়োজন। তিনি বলেন, ‘তিন বাহিনীর জন্য তিনটি পোশাক নির্ধারিত হয়েছে। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে; একসাথে সবকিছু করা সম্ভব নয়।’
জানা গেছে, তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য মোট ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা। নতুন পোশাক চালুর মাধ্যমে পুলিশের চিত্র পরিবর্তন এবং বাহিনীর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে।
এমএইচএস

