ইসলামী ঐক্যজোটে ‘ঐক্য’ সংকট, ইসির সংলাপে হট্টগোল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপ শুরু হলে ইসলামী ঐক্যজোটের দুই গ্রুপ উপস্থিত হওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়।
সংলাপ কক্ষে প্রথমে দলটির যুগ্ম মহাসচিব পরিচয় দেওয়া মইনুদ্দিন রুহি ও তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আসন গ্রহণ করেন। কিছুক্ষণ পর দলের আরেক পক্ষের প্রতিনিধি মাওলানা জোবায়ের সংলাপ কক্ষে প্রবেশ করেন, যাদের কাছে ইসি থেকে পাঠানো আমন্ত্রণপত্র ছিল। এ সময় দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য সংলাপ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পরিস্থিতি সামাল দিতে ঘোষণা দেন— যাদের কাছে কমিশনের অফিসিয়াল আমন্ত্রণপত্র নেই, তাদের সম্মেলন কক্ষ ত্যাগ করতে হবে। এরপর মইনুদ্দিন রুহির নেতৃত্বাধীন দলটি কক্ষ ত্যাগ করে।
কক্ষ ত্যাগের পর মইনুদ্দিন রুহি অভিযোগ করেন, ‘আমাদের আমন্ত্রণপত্র ব্ল্যাকমেইলের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। চেয়ারম্যান আমাদের তিনজনকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে চিঠি দিয়েছেন। এখন ইসি বলছে, চিঠি যার কাছে আছে, তারাই বৈধ প্রতিনিধি! ডাকযোগে পাঠানো চিঠি তো যে কেউ উঠাতে পারে। তাহলে চিঠি যার কাছে থাকবে, সে কি ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি হয়ে যাবে?’
সংলাপ চলমান থাকায় দলটির অপর পক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনা প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘অসামঞ্জস্যতা দিয়ে শুরু হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তিক্তভাবে শুরু করলে নাকি ভালো হয়।’
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আপনাদের পরামর্শ গুরুত্বপূর্ণ।’
আচরণবিধি প্রতিপালন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা প্রচারণা করবোই। তবে আপনাদেরও দলীয়ভাবে কর্মীদের আচরণবিধি মানার নির্দেশনা দিতে হবে।’
আজকের সংলাপে প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপে বাংলাদেশ জাসদ, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি।
ইসলামী ঐক্যজোটের দুই অংশের উপস্থিতি আজকের সংলাপে সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি করেছে, যা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট করেছে।
এসআইবি/এমবি

