জেসিআই ঢাকা ইউনাইটেড’র সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৩
আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৩
তরুণ নেতৃত্বের উন্নয়নমূলক আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ঢাকা ইউনাইটেড চ্যাপ্টারের সাধারণ অধিবেশন আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি অভিজাত ক্লাবে এই অধিবেশন হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ষিক সাধারণ অধিবেশনে চ্যাপ্টারের চলতি বছরের কর্মকাণ্ডের বিস্তারিত পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ এবং নতুন লোকাল বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া অধিবেশনে উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে।
জেসিআই ঢাকা ইউনাইটেড-এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি বলেন, সাধারণ অধিবেশন আমাদের বার্ষিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সদস্যদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং সংগঠনের লক্ষ্য অর্জনে বিশেষভাবে সহায়তা করবে।
এমবি

