Logo

জাতীয়

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন

এ এম এম নাসির উদ্দিন। ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

রোববার (১৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, ‘আচরণবিধি মেনে চলার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।’ তাই সকল দলকে দলীয়ভাবে আচরণবিধি প্রচারের আহ্বান জানান তিনি।

এদিন নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো সংলাপ চালাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ১২টি দলের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের কার্যক্রম চলবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর