Logo

জাতীয়

২১ নভেম্বর সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:১৪

২১ নভেম্বর সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যানজট এড়াতে ওই দিন সেনানিবাসের প্রধান সড়কে যান চলাচল সীমিত থাকবে।

রোববার (১৬ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানিয়েছে, ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বাহন ছাড়া অন্য সকল যানবাহন চলাচল এড়াতে হবে।

এছাড়া, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উন্মুক্ত স্থানগুলো হলো—

  • ঢাকা : সদরঘাট
  • চট্টগ্রাম : নেভাল বার্থ/বিএনআরআরবি
  • খুলনা : নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর
  • বরিশাল : বিআইডব্লিউটিএ ঘাঁট
  • চাঁদপুর : বিআইডব্লিউটিএ ঘাঁট। 

আইএসপিআর জনসাধারণকে ওই সময় যান চলাচলে সহায়তা ও নির্দেশনা মানার জন্য অনুরোধ করেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইএসপিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর