Logo

জাতীয়

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৪

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

সরকারি সফরে গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিনি কমান্ডার ইউএই এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্সের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে থাকবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইয়ে অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ (ডিআইএসিসি ২০২৫) এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশগ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে।

বিমান বাহিনী প্রধান এ সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমানবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর