রাজধানীতে নতুন পোশাকে দায়িত্বরত পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রদবদল করা কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার পদে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস হবিগঞ্জে এবং ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এমএইচএস

