Logo

জাতীয়

আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৫

আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি (সংগৃহীত)

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করলে সংশ্লিষ্টদের গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো বেতার বার্তায় এই নির্দেশনা দেন তিনি। ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকমিশনারসহ তিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানান, ‘আমি বেতারে বলেছি যে কেউ বাসে আগুন দিলে বা ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটি আমাদের আইনেই বলা আছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না।’

উপকমিশনাররা জানান, এই নির্দেশনা মূলত পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাঠে কাজ করা সদস্যদের মনোবল চাঙ্গা করতে দেওয়া হয়েছে। তারা আরও উল্লেখ করেন, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা আছে, ‘ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।’

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায় ঘোষণার প্রাক্কালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলোতে নৈরাজ্য সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। শনিবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তার ওই নির্দেশনা নিয়ে তখন দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর