হাল ছাড়িনি, এগিয়ে যাচ্ছি : নির্বাচন প্রস্তুতি নিয়ে সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি : বাংলাদেশের খবর
‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে যত বাধা ও চ্যালেঞ্জ আসুক, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চ্যালেঞ্জ মোকাবেলায় ইসির অটল অবস্থানের কথা তুলে ধরে সিইসি বলেন, ‘অনেকগুলো জায়গ্যান্টিক ও কমপ্লেক্স টাস্ক আমাদের ঘাড়ে এসে পড়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি, এগিয়ে যাচ্ছি। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জাহাজের নাবিকের মতো স্টিয়ারিং ধরে এগোচ্ছি। ইনশাআল্লাহ সফলভাবেই এখন পর্যন্ত এগিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘যত ঝড়-ঝঞ্ঝাই আসুক না কেন, সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, ইসি তার সবটুকুই করবে।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সিইসি। তার ভাষায়, ‘আপনাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দল না চাইলে সমস্যা তৈরি হতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।’
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে পরামর্শ করা ইসির দীর্ঘদিনের রেওয়াজ। যার কেন্দ্রবিন্দুতে থাকে রাজনৈতিক দলগুলো।
এসআইবি/এমবি

