Logo

জাতীয়

৩২ নম্বরে পুলিশ-সেনার লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, বুলডোজার ফেলে পালাল চালক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:০২

৩২ নম্বরে পুলিশ-সেনার লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, বুলডোজার ফেলে পালাল চালক

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘বুলডোজার মিছিল’ ঠেকাতে পুলিশ ও সেনাসদস্যরা লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে একজন সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলার রায় ঘোষণার সময় ‘ছাত্র-জনতা’ পরিচয়ে কয়েকজন বিক্ষোভকারী দুটি বুলডোজার নিয়ে ৩২ নম্বর সড়কে ঢোকার চেষ্টা করে। ট্রাকের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় কয়েকজন তরুণকে। পরিচয় জানতে চাইলে তারা জানান, ‘রেড জুলাই’ নামের সংগঠনের পক্ষ থেকে বুলডোজার আনা হয়েছে।

পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর সেনাসদস্যরা এসে পুলিশের সঙ্গে যোগ দেন। এরপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, ছাত্ররা একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে এক সেনাসদস্য আহত হন। তার পায়ের পাতায় রক্ত ঝরতে দেখা যায়।

৩২ নম্বর সড়কের দুই প্রান্তে নিরাপত্তা জোরদার করে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নেয়। লোকজনকে আটকে দেওয়া হয়। আনা দুই বুলডোজারের একটি ট্রাক থেকে নামানোই হয়নি, আরেকটির চালক পালিয়ে যায়।

সড়ক খালি হলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা মিরপুর রোড অবরোধ করে স্লোগান দিতে থাকে। সেখানেও পুলিশ ও সেনাবাহিনীর ঘেরাও ছিল। কাউকে ৩২ নম্বর সড়কে ঢুকতে দেওয়া হয়নি।

দুপুর ২টার দিকে ফের উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

ঘটনাস্থলে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ওরা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেছি।”

উল্লেখ্য, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর প্রথমবার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ছয় মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ থেকে বাড়িটির অর্ধেকের বেশি ভেঙে ফেলা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর