শেখ হাসিনার রায় দেশে ন্যায়বিচারের ‘শ্রেষ্ঠ ঘটনা’ : আইন উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
ফাইল ছবি (সংগৃহীত)
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়ার রায়কে বাংলাদেশের মাটিতে ন্যায়বিচারের ‘শ্রেষ্ঠ ঘটনা’ হিসেবে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার (১৭ নভেম্বর) রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজ। শহীদের বিদেহী আত্মা শান্তি পাবে। আমি রায়ে সন্তুষ্ট।’
ড. আসিফ নজরুল জানান, ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে এবং পরবর্তী সরকারকেও এ কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে। যদি ভারত আশ্রয় দেয়, তা বাংলাদেশের জনগণের প্রতি নিন্দনীয় আচরণ।’
রায়ে তিনটি অভিযোগের মধ্যে দু’টিতে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, রাজসাক্ষী হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল।’
এমএইচএস

