Logo

জাতীয়

হাসিনার রায়ে দেশে আতঙ্ক নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:২৯

হাসিনার রায়ে দেশে আতঙ্ক নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণার পর দেশে কোনো আতঙ্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।’

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় পুলিশকে ‘শিকারের জন্য নয়, সেলফ ডিফেন্স’ করতে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

এ সময় তিনি দেশের বাইরে থেকে উস্কানি দেয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেওয়া হবে। 

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর