দণ্ডপ্রাপ্ত হাসিনা ও কামালকে ভারতের কাছে ফেরত চাইল বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:০৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের পর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত সরকার যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।
এর আগে বাংলাদেশ কয়েক দফা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে। তবে ভারত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

