Logo

জাতীয়

নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড় : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০১

নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড় : সিইসি

ছবি : ভিডিও থেকে নেওয়া

নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটের পরিবেশে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সিইসি নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল এই আচরণবিধি মেনে চলার বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের প্রতিশ্রুতি, আর নির্বাচন কমিশন দেশের মানুষকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

সিইসি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার অন্যতম প্রধান শর্ত হলো আচরণবিধি মানা। তিনি বলেন, ‘যদি দলগুলো আন্তরিকভাবে কাজ করে, তবে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।’ 

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে সিইসি বলেন, ‘সব দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে। এতে নির্বাচন আরও সফল ও জনগণমুখী হবে।’

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর