ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে বাতিল হবে পোস্টাল ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৬
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের পূর্ণাঙ্গ নির্দেশনা সম্বলিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং অফিসার খাম খুলে প্রথমেই ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর রয়েছে কিনা তা যাচাই করবেন। যথাযথভাবে স্বাক্ষর না থাকলে সংশ্লিষ্ট ব্যালট পেপারের খাম না খুলেই তা বাতিল ঘোষণা করে সংরক্ষণ করা হবে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্রে নিবন্ধন থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অ্যাপে নিবন্ধন করে প্রবাসীদের ভোট
‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা নিবন্ধন করতে পারবেন। কেবলমাত্র যে দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
OTP, লিভনেস চেক ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে।
বিদেশে থাকা ভোটারদের ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছে দেবে ইসি। ব্যালট হাতে পাওয়ার পর অ্যাপের মাধ্যমে খামের QR কোড স্ক্যান করতে হবে, যাতে সিস্টেমে ব্যালট সনাক্ত হয়।
ভোট দেওয়ার নিয়ম
- ব্যালট পেপারে প্রতীকের পাশে টিক (✓) বা ক্রস (×) দিতে হবে।
- ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে ভোটারের নাম, এনআইডি নম্বর ও ব্যালটের ক্রমিক নম্বর লিখে স্বাক্ষর করা বাধ্যতামূলক।
- নিরক্ষর বা অক্ষম ভোটার অন্য ভোটারের সহায়তায় সত্যায়িত করে স্বাক্ষর দিতে পারবেন।
- ঘোষণাপত্র ছাড়া কোনো ব্যালটই বৈধ গণ্য হবে না।
- ভোটদান শেষে ব্যালট ছোট খামে ভরে বড় খামে ঘোষণাপত্রসহ রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ডাকমাশুল সরকার বহন করবে।
ব্যালট গ্রহণ ও গণনা
- রিটার্নিং অফিসার ব্যালটের খামের QR কোড স্ক্যান করে রেকর্ড রাখবেন।
- স্বাক্ষরবিহীন ঘোষণাপত্র থাকলে ব্যালট বাতিল করা হবে।
- বৈধ ব্যালট আলাদা বাক্সে সংরক্ষণ করে গণনার দিনে প্রার্থী ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে গণনা করা হবে।
- গণনার ফল সাধারণ কেন্দ্রের ফলাফলের সঙ্গে একীভূত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এসআইবি/এমএইচএস

