Logo

জাতীয়

ডিএমপি কমিশনার

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০৩

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে

ছবি : বাংলাদেশের খবর

পুলিশের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে মানুষকে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে ‘দুর্বৃত্ততায়ন’ উল্লেখ করে কমিশনার বলেন, এ ধরনের নাশকতা পুলিশের মনোবলকে ক্ষতিগ্রস্ত করে। এতে শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও ঝুঁকিতে পড়ে। তিনি দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

সম্প্রতি ১৬ নভেম্বর জারি করা এক বেতার বার্তায় নাশকতাকারীরা গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপ করতে এলে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার জানান, নাশকতা প্রতিরোধে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং নাশকতা দমনে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর