Logo

জাতীয়

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০৯

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

ভূমিকম্পের সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের কারণে শহরের বহুতল ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়েছে। এতে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখেননি তারা।

এ সময় ঢাকায় শাহজালাল এয়ারপোর্টের দুইতলার বহির্গমন এলাকার ছাদের প্লাস্টার খসে পড়েছে। এছাড়া খিলগাঁও, মাতুয়াউল ও আরমানিটোলা এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে একটি ভবনের অংশ ধসে পড়েছে। 

গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, সিলেট, মৌলভীবাজার সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর