প্রধান উপদেষ্টার বার্তা
ভূমিকম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৩:৪৩
ছবি : বাংলাদেশের খবর
দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্কের বিষয়ে সরকার ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানান এবং কোনো গুজবে কান না দিতে আহ্বান করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাৎক্ষণিক যে ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে রেসপন্স করছে। ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট সব দপ্তরকে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতি যেহেতু দ্রুত পরিবর্তনশীল, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হচ্ছে।
প্রধান উপদেষ্টা জানান, প্রয়োজনে সরকারি হটলাইন এবং অন্যান্য সরকারি মাধ্যমের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।
তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে ফাতেমা নামের কয়েকদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।
এমএইচএস

