রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এ ভূমিকম্পে রাজধানীসহ দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হতাহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি সরাসরি মনিটর করছে।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে। পুরান ঢাকা থেকে তাদের মরদেহ আনা হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে সকালে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে ফাতেমা নামের কয়েকদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম (২৫) ও প্রতিবেশী জেসমিন বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পের সময় দেয়াল ধসের ঘটনায় এক নবজাতক মারা গেছে। এতে আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১০ জন আহত গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত রয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত ভর্তি আছেন।
ডিআর/এমবি

