Logo

জাতীয়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

চার জেলায় নিহত ১১, আহত ছয় শতাধিক

Icon

রায়হান উল্লাহ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৮

চার জেলায় নিহত ১১, আহত ছয় শতাধিক

ছবি : বাংলাদেশের খবর

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন ও ছয় শতাধিক আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন ভয়াবহ ভূমিকম্প ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। তাদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার এত কাছাকাছি হওয়া এবং স্বল্প গভীরতায় সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকি ছিল বেশি। রাজধানীর পুরনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানেনি- পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের এই সতর্কবার্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটল দেখা দেওয়ায় প্রমাণ করছে নগর অবকাঠামো কতটা নাজুক।

চট্টগ্রাম, কুমিল্লা, মাগুরা, গাজীপুর, নরসিংদীসহ নানা জেলায় আতঙ্কে আহতের ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই কম্পন বড় ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে; তাই অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, কোড বাস্তবায়ন এবং নাগরিক সচেতনতা ও প্রস্তুতিমূলক মহড়া জোরদার করা জরুরি। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হয় এই ভূমিকম্প। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী মারা গেছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে দুজন, নরসিংদীতে পাঁচজন ও গাজীপুরে একজন নিহত হয়েছে।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা দেখায় রিখটার স্কেলে পাঁচ দশমিক পাঁচ। ভূমিকম্পে আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল; পূর্বে বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ড ধীরে ধীরে সরে যাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। তাদের মতে দেশ বড় ভূমিকম্পের শঙ্কায় আছে।

রাজধানীতে তিনজন নিহত : পুরান ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, রেলিং ধসে মারা যাওয়া তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে।

নিহতরা হলেন- রাফিউল ইসলাম (২০), আবদুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে। আবদুর রহিমের গ্রামের বাড়ি ল²ীপুরের চন্দ্রগঞ্জে। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জে দুই মৃত্যু: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নরসিংদীতে পাঁচ মৃত্যু : নরসিংদীতে ছাদ থেকে ইট পড়ে মারা গেছেন দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (৮), নাসির উদ্দিন (৫০) ও ফুরকান মিয়া (৪২)। এ ছাড়া কাজম আলী ভূইয়া (৭০) নামে একজন পলাশ উপজেলায় মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা যান। দেলোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে। তারা নরসিংদীর গাবতলী এলাকায় ভাড়া থাকেন। এছাড়া কাজম আলী পলাশ উপজেলায় ও ফুরকান মিয়া শিবপুর উপজেলার বাসিন্দা।

গাজীপুরে যুবকের মৃত্যু : গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে গিয়ে সুজিৎ দাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গাছ থেকে পড়ার পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ছয় শতাধিক : ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ সারাদেশে ছয় শতাধিক আহত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১০ জন ও গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় কেওয়া পূর্বখণ্ড গারোপাড়া এলাকায় বহুতল ভবনে ডেনিমেক নামের একটি পোশাক কারখানায়  থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

নরসিংদীতে ভূমিকম্পের সময় একটি একতলা ভবনের ছাদ ধসে দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সকালে সদরের চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার একটি মহিলা মাদ্রাসাসংলগ্ন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আরও ৫৯ জন ব্যক্তি সামান্য আহত হয়ে, অজ্ঞান হয়ে ও প্যানিক অ্যাটাকের কারণে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ছাড়া রূপগঞ্জে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে কুলসুম বেগম তাঁর মেয়ে ফাতেমাকে কোলে নিয়ে বাড়ির বাইরে দৌড়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও (৩৫) ঘর থেকে বের হয়ে সড়কে এসে আশ্রয় নেন। ঠিক তখনই সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে তাদের ওপর পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হতাহত বেশি ‘প্যানিকের কারণে’-স্বাস্থ্য উপদেষ্টা : অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে প্যানিকের কারণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানেনি-রিজওয়ানা হাসান : ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়েছে : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া, ফাটল ধরার ঘটনাও ঘটেছে। 

ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ৫ তলা ভবন, নিউমার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে। এ ছাড়া রামপুরা টিভি রোডে কয়েকটা বিল্ডিং একটা অন্যটার ওপর হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নাম্বার রোডের একটি ৬ তলা বাড়ির দ্বিতীয় তলায় চার পাশে বড় ফাটল ধরেছে। এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে বড় ফাটল ধরেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আরমানিটোলার কসাইটুলি ৬ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়ে দেখে। ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পাইনি। এছাড়া খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হন। সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আতঙ্কে হাত-পা ভেঙে পঙ্গু হাসপাতালে ৯০ : ভূমিকম্পের ঘটনায় পঙ্গু হাসপাতালে শতাধিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ: দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে রক্ষণাবেক্ষণ শেষে ৬টি কেন্দ্র ও সাবস্টেশন বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।

বার্তায় বলা হয়, বিবিয়ানা ৩ (৪০০ মেগাওয়াট) এর স্টিম টারবাইনটি ন্যাশনাল গ্রিডে আসার প্রক্রিয়ায় আছে, শিগগিরই চালুর আশা করা হচ্ছে। এছাড়া বাদবাকি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে সকালে ঘটে যাওয়া ভূমিকম্পে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট),আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটির (৭৫ মেগাওয়াট) উৎপাদন বন্ধ হয়ে যায়।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে।

মাগুরায় ভূমিকম্পের আতঙ্কে গার্মেন্ট শ্রমিকরা অসুস্থ : মাগুরার শ্রীপুর উপজেলায় ভূমিকম্পের আতঙ্কে একটি তৈরি পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

ভূমিকম্পের সময় উপজেলার আমতৈল গ্রামের স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের সেই ৬ তলা ভবন হেলে পড়ল : চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় একটি ছয়তলা ভবন পাঁচ বছর আগে ভূমিকম্পে কিছুটা হেলে পড়েছিল। শুক্রবার সকালে ভূমিকম্পের পর ভবনটি আরও হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা ভবনটি পরিদর্শন করেছেন।

বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ভবনটি দেখতে যান। ভবনটি নগরের ডবলমুরিং থানা এলাকায় পড়েছে। 

কুমিল্লায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পোশাক কারখানার ৮০ শ্রমিক আহত : কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ভূমিকম্পের সময় একটি পোশাক কারখানার নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়ে অন্তত ৮০ জন শ্রমিক দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

(প্রতিবেদনটি তৈরিতে বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধিরা সহায়তা করেছেন)

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর