Logo

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৪০

ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে আবারও কেঁপে উঠল বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার সাভারের বাইপাইল থেকে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ছিল।

রুবায়েত কবীর জানান, এটি অল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে রাজধানী ও আশপাশের এলাকায় সাময়িকভাবে ঝাঁকুনি অনুভূত হয়েছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বংশালের কসাইটুলি এলাকায় তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তাকর্মী, রূপগঞ্জে এক শিশু, নরসিংদীতে এক শিশুসহ ৫ জন মারা গেছেন।

শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে ৬০৬ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে। আর গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর