Logo

জাতীয়

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় : উপদেষ্টা রিজওয়ানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৫:১০

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় : উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। 

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নদী দূষণ রোধে দ্রুত ঘোষণা আসবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।

মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। পুরোনোকে নিয়ম ভাবলে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৈয়দা রিজওয়ানা হাসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর