শুক্রবার সংঘটিত ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে সরকার। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পের প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণের পর জেলা প্রশাসনের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রটি সকল জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছে। এখন পর্যন্ত মোট ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি নিরুপণের প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।
এমএইচএস

