Logo

জাতীয়

জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:২৬

জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে সরকার

আখতার আহমেদ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সরকার চিঠিতে জানিয়েছে, গণভোট আয়োজন করা ইসির দায়িত্ব। একই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন গণভোট অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর