বৈশ্বিক পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে বাংলাদেশ একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে অংশ নেবে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া।’
তিনি আরও বলেন, বঙ্গোপসাগর কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সেখানে নিছক করিডর হয়ে নয়, স্বতন্ত্র ও সক্রিয় ভূমিকায় থাকতে চায়। ইউক্রেন, গাজা, সুদান ও মিয়ানমারের অস্থিরতার উদাহরণ দিয়ে তিনি বলেন, সংকট মোকাবিলায় বিদ্যমান কাঠামো ব্যর্থ হয়েছে। তাই বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করছে। তিনি তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন।
অর্থনৈতিক ক্ষেত্রে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, নিষেধাজ্ঞা ও ঝুঁকি এড়ানোর কৌশল বাংলাদেশকে বহুমুখী করতে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বাধ্য করছে। পাশাপাশি বঙ্গোপসাগরের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পারস্পরিক সুযোগ ও স্থিতিস্থাপকতার ভিত্তিতে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে তৌহিদ হোসেন বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার অনুপ্রবেশের মতো বিষয়গুলো মোকাবিলায় উপকূলীয় দেশগুলোকে সহযোগিতামূলক কাঠামো ও প্রযুক্তি ভাগাভাগি করতে হবে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর মূল প্রতিপাদ্য হলো ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন, পুনর্গঠন’। সম্মেলনে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক বাস্তবতা, জোট ও অংশীদারিত্বের পরিবর্তন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ ও অভিবাসন নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।
এমএইচএস

