একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অত্যন্ত চ্যালেঞ্জিং : সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৩
এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এর আগে কোনো নির্বাচন কমিশন এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেনি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজিত এক নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।
সিইসি জানান, অন্তর্বর্তী সরকার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন প্রণয়ন হলে কমিশন তার ভিত্তিতে প্রস্তুতি শুরু করবে। তিনি বলেন, ‘আমাদের অন্য কোনো অপশন নেই, আইন মেনে সব প্রক্রিয়া পরিচালনা করতে হবে।’
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা বিশাল, যা কমিশনের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। তবে আমাদের মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সিইসি বলেন, ‘ফ্রি এবং ফেয়ার ইলেকশনই আমাদের প্রধান লক্ষ্য। এর বেশি নয়, কমও নয়। আমরা এতে আত্মবিশ্বাসী।’
এএমএম নাসির উদ্দিন নির্বাচনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের চ্যালেঞ্জকেও উল্লেখ করেন। তিনি বলেন, মৃত ভোটারদের তথ্য, বিদেশে থাকা ভোটার ও বৈধ যাচাই ছাড়া পোস্টাল ভোটিং— সবই নজরদারিতে রাখা হচ্ছে।
সিইসি জানান, গণভোটের ব্যালট বিষয়ে আইন প্রণয়নের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে চারটি পয়েন্টে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের পদ্ধতি অনুসরণ করা হবে। নির্বাচনের সকল প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে কমিশন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এমএইচএস

