আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।
রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ অক্টোবর কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।
ডিআর/এমবি

