ইসি সচিব
রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ করে নির্বাচনী আইনশৃঙ্খলা সাজানো হচ্ছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫২
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনের সময় সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাজানো হচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোট প্রদান, রেফারেন্ডামসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি পুরো আলোচনা তুলে ধরেন।
আখতার আহমেদ জানান, কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ সময় ইসি জানায় যে, ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ‘আউট অফ কান্ট্রি ভোটিং’-এর প্রক্রিয়াও চলছে। ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের অন্তর্ভুক্তি হচ্ছে— এটি জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এটি সফলভাবে সম্পন্ন হবে।
এসআইবি/এমবি

