Logo

জাতীয়

কমনওয়েলথ মহাসচিব

ইসিকে মিস ইনফরমেশন ও ফেক নিউজে সতর্ক থাকার পরামর্শ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

ইসিকে মিস ইনফরমেশন ও ফেক নিউজে সতর্ক থাকার পরামর্শ

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচনকে ঘিরে মিস ইনফরমেশন ও ফেক নিউজের ঝুঁকি বাড়তে পারে-এ বিষয়ে সতর্ক থাকতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। 

রোববার (২৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকে এ পরামর্শ দেন।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বিশ্বব্যাপী ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা ভোটারদের আস্থা নষ্ট করে এবং নির্বাচনকে অস্থিতিশীল করতে পারে। তাই আগাম সতর্কতা ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে মহাসচিব তার অভিজ্ঞতা শেয়ার করে জানান, বিভিন্ন দেশে নির্বাচনী সময় ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে-বিশেষত সামাজিকমাধ্যমে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে কমিশনকে সময়োপযোগী, সঠিক ও স্বচ্ছ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইসি ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রচার করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো বিভ্রান্তিমূলক প্রচারণা প্রতিহত করতে কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে।

কমনওয়েলথ মহাসচিব বলেন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা-ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম-সবচেয়ে বড় বিষয়। আর এই আস্থা বজায় রাখতে ভুয়া তথ্য মোকাবিলার পাশাপাশি প্রচার-প্রচারণা জোরদার করা জরুরি।

ইসি আশা প্রকাশ করেছে, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব অংশীজন সহযোগিতা করলে নির্বাচনকে ঘিরে সঠিক তথ্য জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দল ও নির্বাচন কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর