দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৩
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ফলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দলের মিছিল-মিটিংয়ের সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল, কিন্তু গত দেড় বছরের প্রচেষ্টায় তা এখন অনেক উন্নত হয়েছে।
ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক দেশে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেয় এমন মোবাইল অ্যাপ রয়েছে। বাংলাদেশেও এ ধরনের অ্যাপ চালু করা যায় কি না সে বিষয়ে ভাবনা চলছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের নগর এলাকায় উন্মুক্ত বা খোলা জায়গার অভাব রয়েছে। ভূমিকম্প প্রতিরোধে এসব বিষয়ে নজর দিতে হবে এবং ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান।
তিনি ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও জানান, সাম্প্রতিক অগ্নিদুর্ঘটনায় তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা একত্রে কাজ করতে হবে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএস

