Logo

জাতীয়

ভূমিকম্প সতর্কতায় দেশের তেল ও গ্যাস কূপে খনন কাজ বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:০৯

ভূমিকম্প সতর্কতায় দেশের তেল ও গ্যাস কূপে খনন কাজ বন্ধ

ফাইল ছবি (সংগৃহীত)

ভূমিকম্প ঝুঁকির কারণে দেশের তেল ও গ্যাস কূপে খনন কাজ আগামী মঙ্গলবার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। একই দিন জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

তথ্য অনুযায়ী, সারাদেশের বিভিন্ন স্থানে থাকা গ্যাসক্ষেত্রে খনন কাজ ও সাইসমিক সার্ভে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বর্তমানে দেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স জানিয়েছে, এই মুহূর্তে তিনটি গ্যাসক্ষেত্রের খনন কাজ চলছিল, কিন্তু ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে তা বন্ধ করা হয়েছে।

যেসব গ্যাসকূপে খনন কাজ বন্ধ থাকবে, সেগুলো হলো: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জ্বালানি তেল গ্যাস সরবরাহ জ্বালানি মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর