ফাইল ছবি (সংগৃহীত)
সার উৎপাদনের জন্য গ্যাসের দাম ১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২৯.২৫ টাকা প্রতি ঘনমিটার। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (২৩ নভেম্বর) এই নতুন দাম ঘোষণা করেছে, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। দাম বৃদ্ধির হার প্রায় ৮২.৮১ শতাংশ।
তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিইআরসি ৬ অক্টোবর গণশুনানি করেছিল বিইআরসি। গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে কমিশনের কারিগরি কমিটি ৩০ টাকা করার পক্ষে মত দিয়েছিল। অবশেষে নির্ধারণ করা হয়েছে ২৯.২৫ টাকা।
পেট্রোবাংলা জানিয়েছিল, দাম বৃদ্ধি হলে বাড়তি সাত কার্গো এলএনজি আমদানি করে সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে। তবে এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে ইউরিয়া সারেও। বর্তমানে কেজিতে ইউরিয়া সার উৎপাদন খরচ ৩৮ টাকা, বিক্রয় হচ্ছে ২৭ টাকায়। ফলে প্রতি কেজিতে সরকারকে ১৩ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, গ্যাসের দাম বাড়ার ফলে সার উৎপাদনের খরচও বাড়বে, যা কৃষক এবং সার বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

