Logo

জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ৭১ দেশে চলছে নিবন্ধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৫

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ৭১ দেশে চলছে নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নিশ্চিত করতে দ্রুতগতিতে চলছে নিবন্ধন। প্রবাসীদের জন্য নিবন্ধন অ্যাপ Postal Vote BD–এর প্রথম পর্বের সময়সীমা শেষ হয়েছে রোববার। তবে আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন করে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ইসির নিবন্ধন পোর্টাল https://portal.ocv.gov.bd/report–এ এ তথ্য উঠে আসে।

ইসি সূত্রে জানা যায়, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে ইতোমধ্যে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। নতুনভাবে যুক্ত উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে রোববার রাত থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সব মিলিয়ে ৭১টি দেশের প্রবাসীরা এখন অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারছেন।

পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের নিবন্ধনের সময়সীমা রোববার মধ্যরাতে শেষ হওয়ার কথা থাকলেও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে তা বাড়িয়ে ২৮ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটাররা রোববার রাত থেকেই নিবন্ধন করতে পারছেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলেও ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

১৯ নভেম্বর অ্যাপ চালুর পর থেকে সোমবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০ হাজার ৮১৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৯৫৯ জন এবং নারী ১ হাজার ৮৫৬ জন। অনুমোদনের অপেক্ষায় রয়েছে ১৩৭ জন।

প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে এ উদ্যোগকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছে নির্বাচন কমিশন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর