ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:১৯
স্বাস্থ্য, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।
বৈঠকে দু'দেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সচেতনতা, অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা, জাতীয় নির্বাচন প্রস্তুতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, ‘উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং দক্ষ প্রশিক্ষিত জনবল তৈরি করতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে।
রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো নিয়ে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের দোসররা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। এই সমস্যা প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন Frederic INZA প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএস

