Logo

জাতীয়

প্রধান উপদেষ্টা

ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় টাস্কফোর্স গঠন করা হচ্ছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:৪৯

ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় টাস্কফোর্স গঠন করা হচ্ছে

প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতিমূলক জরুরি সভায় বিষেশজ্ঞদের একাংশ। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি ও টাস্কফোর্স গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনারা স্বল্পতম সময়ের মধ্যে লিখিত পরামর্শ দিন; সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’

সোমবার (২৪ নভেম্বর) ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণসংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 

ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; বরং প্রয়োজনীয় সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণই এখন সর্বাধিক জরুরি।

প্রধান উপদেষ্টা জানান, ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি ও টাস্কফোর্স গঠনের কাজ চলছে। পরামর্শ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হবে।

সাম্প্রতিক বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার প্রেক্ষাপটে ডাকা এ বৈঠকে বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্য ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ তুলনামূলকভাবে কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। তবে বড় ধরনের দুর্যোগ ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে চার স্তরে (ইনডোর, আউটডোর, ব্যক্তি পর্যায় ও প্রতিষ্ঠানভিত্তিক) সচেতনতা ও করণীয় পরিকল্পনা ছড়িয়ে দিতে হবে।

চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, মন্ত্রণালয়গুলো তাদের আওতাধীন স্থাপনাগুলো— বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ-গ্যাস অবকাঠামোর ঝুঁকি মূল্যায়ন করতে পারে।

এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, ভূমিকম্পে ফাটল ধরা ভবন শনাক্তে সফটওয়্যারের মাধ্যমে ইতোমধ্যেই দুই শতাধিক ভবনের তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পার্টিশন দেয়ালে ফাটল পাওয়া গেছে।

সভায় সিদ্ধান্ত হয়, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ হাতে পেয়ে সরকার অল্প সময়ের মধ্যেই টাস্কফোর্স গঠন করবে। এই টাস্কফোর্সে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর