দেশি পর্যবেক্ষক সংস্থার সাথে ইসির সংলাপ আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আজ দিনব্যাপী সংলাপ আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে এ সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
সোমবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত ও পরামর্শ জানতেই মূলত এ উদ্যোগ নিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো পর্যালোচনা করে সেগুলোকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার রূপরেখায় অন্তর্ভুক্ত করা হবে।
এসআইবি/এমবি

