Logo

জাতীয়

পর্যবেক্ষক ও সাংবাদিকরা আমার সিসি ক্যামেরা : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬

পর্যবেক্ষক ও সাংবাদিকরা আমার সিসি ক্যামেরা : সিইসি

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : বাংলাদেশের খবর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমার সিসি ক্যামেরা হলো অবজারভার (পর্যবেক্ষক) আর সাংবাদিকরা। আপনারা যদি সৎভাবে চোখ রাখেন, তাহলে অনেক অনিয়মই সাহস করে কেউ করতে পারবে না।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এই কাজ শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়—এটি করতে সবার যৌথ প্রচেষ্টা দরকার। আপনাদের চোখ দিয়েই আমি নির্বাচনের প্রতিটি ধাপ দেখতে চাই।’

তিনি জানান, নতুন ও পুরোনো পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের সক্ষমতা যাচাই করাই সংলাপের প্রধান উদ্দেশ্য। অনেক সংস্থার নতুন মাঠকর্মী থাকায় তাদের যথাযথ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সিইসি।

সিইসি যা যা নিশ্চিত করতে বললেন:
• মাঠকর্মীদের বয়স কম, অভিজ্ঞতাও কম—তাই তাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক ধারণা দিতে হবে।

• মাঠের প্রতিটি কর্মী যেহেতু সংস্থার পরিচয় বহন করে, তাই তাদের কাজ ঠিক হচ্ছে কি না সেটি সংস্থাগুলোকেই নিশ্চিত করতে হবে।

• পর্যবেক্ষকদের রিপোর্ট হতে হবে বাস্তবভিত্তিক, প্রক্রিয়াভিত্তিক, নিরপেক্ষ ও যাচাইযোগ্য।

• মাঠকর্মীরা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকে এবং ভোটারকে প্রভাবিত না করে—এ বিষয়টি কঠোরভাবে দেখতে হবে।

• তাদের দায়িত্ব হলো পর্যবেক্ষণ করা; অনিয়ম ঠেকানো নয়—বরং সঠিকভাবে রিপোর্ট করা।

তিনি পর্যবেক্ষকদের কাছে ক্যাম্পেইন পরিস্থিতি, ভোটের দিনের পরিবেশ, কিউ ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ, ভোটার বাধাপ্রাপ্ত হচ্ছে কি না—এসব বিষয়ে গ্রাউন্ড-রিয়েলিটি ভিত্তিক রিপোর্ট চেয়েছেন।

ব্যালট বক্স হ্যান্ডলিং, কাউন্টিং, আচরণবিধি মেনে চলা—নির্বাচনের প্রতিটি ধাপে পর্যবেক্ষকদের দায়িত্ব ঠিকভাবে পালন করার ওপর তিনি জোর দেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর