পর্যবেক্ষকদের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:০৯
ছবি : বাংলাদেশের খবর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অপরিহার্য। পর্যবেক্ষকদের নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের দ্বিতীয় অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে বলেন,“আপনারা কাজ করলে ভোটারদের আস্থা বাড়বে, রাজনৈতিক দলগুলোর আস্থাও বাড়বে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও ইতিবাচক বার্তা যাবে। ভোটার, রাজনৈতিক দল এবং জনগণ আমাদের ওপর আস্থা না রাখতে পারলে নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়বে।”
পর্যবেক্ষকদের পেশাদার আচরণের ওপর জোর দিয়ে সিইসি আরও বলেন,“আপনারা যাদের নিয়োগ দেবেন, কাকে দায়িত্ব দেবেন—সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে তাদের মনিটর করার দায়িত্ব আপনাদেরই। তারা যেন কখনো বায়াস না হয়। অবজারভাররা যদি রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে কাজ করে, তাহলে পুরো ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।”
সংলাপে সিইসি বলেন,“আমরা কনসিস্টেন্টলি বলে আসছি—জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই—সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যত চ্যালেঞ্জই আসুক, আমরা এই কাজটি করতে চাই। আর এই কাজে আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন।”
তিনি স্পষ্ট করে বলেন, অবজারভারদের কাজ শুধু পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়।
“আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। শুধু রিপোর্ট করবেন, সঠিক সময়ে পরামর্শ দেবেন। ফাইনাল রিপোর্টে অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ দেবেন—যার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সংস্কার করা সম্ভব হবে।”
সিইসি আরও বলেন, “আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আপনারা যেন দায়িত্বশীলভাবে রিপোর্টিং করেন, সেটাই প্রত্যাশা। টেকনিক্যাল ডিটেইলসের বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত সানাউল্লাহ সাহেব ব্যাখ্যা করবেন। আপনাদের উপস্থিতির জন্য আবারও মোবারকবাদ জানাই।”
- এসআইবি/এমআই

