বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়ে গেল খুলনা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২০
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নগরী খুলনার বাতাসের মান আজ বুধবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লির প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান যাচাইকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সোয়া আটটার দিকে খুলনার একিউআই দাঁড়ায় ২৭৭— যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে দিল্লির একিউআই ২৮৪ এবং ঢাকার ২৩১।
আইকিউএয়ারের র্যাংকিংয়ে বেশ কিছুদিন ধরেই বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এর পর প্রায়ই অবস্থান থাকে বাংলাদেশের রাজধানী ঢাকার। কিন্তু এবার ঢাকাকেও ছাড়িয়ে খুলনা উঠে এসেছে দেশের বায়ু দূষণের শীর্ষমাত্রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক ও বায়ুদূষণ বিশেষজ্ঞ আব্দুস সালাম গণমাধ্যমবে বলেন, খুলনায় দূষণ হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে স্থানীয় কিছু কারণ থাকতে পারে। তিনি মনে করেন, খড়কুটো বা জৈব জ্বালানি অতিরিক্ত পোড়ানো, ধুলাবালির ঘনঘটা এবং আবহাওয়ার কারণে দূষণ দ্রুত বেড়েছে। তিনি আরও বলেন, বায়ুদূষণ এখন দেশজুড়েই ছড়িয়ে পড়েছে, কিন্তু এ বিষয়ে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না।
ঢাকার যেসব এলাকায় আজ বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’— সেগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং (২৫৬), দক্ষিণ পল্লবী (২৫৪), বেজ এজ ওয়াটার (২৩৪), কল্যাণপুর (২২৯), বেচারাম দেউড়ি (২২৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৩) ও গোড়ান (২০২)।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে ভেসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়া, বর্জ্য পোড়ানো— এসব কারণেই বায়ুদূষণের মাত্রা ভয়াবহ হয়ে উঠেছে।
বায়ুদূষণ শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগের মতো জটিল অসুখ বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে দূষিত বায়ুর কারণে।
আইকিউএয়ার নগরবাসীদের সতর্ক করে বলেছে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
দূষণের মাত্রা দিনে দিনে যেভাবে বাড়ছে, তাতে বিশেষজ্ঞরা বলছেন— এভাবে চলতে থাকলে মানুষের বেঁচে থাকাটাই বড় হুমকি।
এমএইচএস

