Logo

জাতীয়

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে : সিইসি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে

বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

সিইসি জানান, নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া সিইসি বলেন, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে। পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। বিজিবির মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।

বিজিবি জানায়, আসন্ন নির্বাচনে ১২১০ প্লাটুন সদস্য সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সকল উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি সদস্য এককভাবে দায়িত্ব পালন করবে।

মহড়া অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ১৩ কোটি ভোটার একযোগে ভূমিকা রাখবেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর