Logo

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ছবি : সাহিদুল ইসলাম ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনীতি) মাহবুবুর রহমান, ডিএমপি কমিশনার, নৌ, বিমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাব, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং সিআইডির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সভায় নির্বাচনকালীন সময়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—

• ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্র ও সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন;

• আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সমন্বয় ও সুসংহতকরণ;

• সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিতকরণ;

• অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ;

• কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের কৌশল নির্ধারণ;

• বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ও সহযোগিতা প্রদান;

• পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাপনা;

• নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর সহায়তা পরিকল্পনা;

• অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ;

• অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতকরণ;

• পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্য পরিবহণ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা;

• গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী শান্তিশৃঙ্খলা কার্যক্রম গ্রহণ;

• নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এসআইবি/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর