নির্বাচনে তিন ভাগে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৫৯
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন ভাগে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, আমাদের আইনশৃঙ্খলা মোতায়েন পরিকল্পনা তিন ভাগে বিভক্ত। কেন্দ্রভিত্তিক কিছু নিরাপত্তাকর্মী থাকবেন। এর সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকবে—স্থায়ী বা অস্থায়ী উভয়ই। মোবাইল চেকপোস্ট মানে এক জায়গায় করে দু’কিলোমিটার দূরে গিয়ে আবার করা—এটিও প্রকৃতিতে স্থায়ী ধরনের।
তিনি আরও বলেন, আমাদের একটি মোবাইল ফোর্স থাকবে। তারা ঘুরে ঘুরে নজরদারি করবে। একটি মোবাইল ইউনিট কতগুলো কেন্দ্র দেখবে তা এখনো সংশ্লিষ্ট বাহিনী ঠিক করেনি—তাদের বিবেচনায় ভৌগোলিক অবস্থান, সড়ক সংযোগ ইত্যাদির ওপর নির্ভর করবে।
ইসি সচিব বলেন, আমাদের একটি রিজার্ভ ফোর্স থাকবে। এটি প্রধান রিজার্ভ শক্তি হিসেবে প্রস্তুত থাকবে। মোতায়েন পরিকল্পনা অনুযায়ী তিনটি অংশ— স্থায়ী, মোবাইল এবং কেন্দ্রীয় রিজার্ভ—আগেই নির্ধারিত থাকবে। এখনো পর্যন্ত আমাদের নির্দেশনামালা দিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী তাদের মতো করে তা সাজাবে। এর সঙ্গে প্রচলিত বিশেষ আঘাতকারী বাহিনীও (স্ট্রাইকিং ফোর্স) থাকবে। যাদের দ্রুত চলাচলের ক্ষমতা ও প্রতিরোধমূলক উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের আরও কিছু অতিরিক্ত বিষয় বিবেচনায় রাখতে হবে। যেমন- সবসময় একটি বিকল্প পরিকল্পনা রাখা। পরিকল্পনা ‘এ’ কার্যকর না হলে বা একই সঙ্গে দুই-তিনটি জায়গায় সমস্যা হলে বিকল্প পরিকল্পনা যেন কাজ করতে পারে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে। যেমন পার্বত্য চট্টগ্রামের কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক সীমিত। সেখানে ইন্টারনেট সুবিধা সেবাদাতাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এসআইবি/এমবি

