Logo

জাতীয়

কামালকে দিয়ে শুরু হবে : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৩

কামালকে দিয়ে শুরু হবে : প্রেস সচিব

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে আইনের মুখোমুখি আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এ প্রক্রিয়া শুরু হবে আসাদুজ্জামান কামালকে ভারত থেকে ফেরত আনার মধ্য দিয়ে। 

শুক্রবার (২৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে লেখা এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। 

স্ট্যাটাসে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখার কথা জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের ক্ষমতাসীন মহলে সহানুভূতিশীল ব্যক্তিরা থাকলেও আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তার বিশ্বাস বাড়ছে।

শফিকুল আলম মন্তব্য করেন, হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের আমলে সংঘটিত বিভিন্ন অভিযোগ, বিশেষ করে জুলাই মাসের সহিংসতার ঘটনা তদন্তের অগ্রগতির সঙ্গে বিশ্ব মিডিয়ার নজর আরও বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার দায় এড়ানো কারও পক্ষে সম্ভব হবে না।

তিনি বলেন, জাতি হিসেবে যদি আমরা ন্যায়বিচারে অটল থাকি, তাহলে সংশ্লিষ্টদের পক্ষে দায়মুক্তি পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠবে। তার বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বিচিারিক এই প্রক্রিয়া একে একে এগোবে— ‘এটি কামাল দিয়ে শুরু হবে, তারপর… বলে তিনি পোস্টটি শেষ করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর