প্রতীকী ছবি
শুরু হয়েছে বাংলাদেশের মহান বিজয়ের মাস, ডিসেম্বর। বছরের শেষ মাসটি বাঙালি জাতির কাছে যেমন বেদনার স্মৃতির, তেমনি বিজয়ের গৌরব অর্জনের মাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, হাজার বছরের স্বপ্নপূরণ, আর লাখো শহীদের আত্মত্যাগ— সবকিছুর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে ডিসেম্বর।
বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আসে ১৬ ডিসেম্বর। এই দিনটি আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়, নিজস্ব ভূখণ্ড ও লাল সূর্য খচিত জাতীয় পতাকাকে তুলে ধরবার দিন। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে নিজস্ব দেশ প্রতিষ্ঠার মাধ্যমে তা পূর্ণতা পায় এ দিনে। তবে বিজয়ের আনন্দের সঙ্গে মিশে আছে সাগরসমান শোকও। মা-বোনের সম্ভ্রম, বীর সন্তানদের জীবন এবং বাঙালির সংগ্রামের ইতিহাস— সবকিছুই এই মাসকে ব্যথা ও শ্রদ্ধার মাসে পরিণত করে।
১ ডিসেম্বর ১৯৭১ সালে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, গেরিলা হামলা বেড়ে যাওয়ায় পাকিস্তানি সেনারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে সারিবদ্ধভাবে ৮৭ জনকে হত্যা করা হয়। দেশের প্রতিটি প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।
ডিসেম্বর শুধু বিজয়ের নয়, এটি বাঙালি জাতির জন্য অশ্রুসিক্ত স্মৃতির মাসও। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল শিক্ষাবিদ, সাহিত্যিক, ডাক্তার ও শিল্পীসহ অসংখ্য বাঙালি। এই স্মৃতির ভাঁজে গেঁথে আছে জাতির গভীর শোক।
লেখক যতীন সরকারের ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ এবং মঈদুল হাসানের ‘মূলধারা ’৭১’ বইয়ে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। তারা ব্যাখ্যা করেছেন কীভাবে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ ও বৈপ্লবিক রাজনৈতিক উপাদান মুক্তিযুদ্ধকে অকল্পনীয় গতিময়তা ও শক্তি প্রদান করেছিল।
বিজয়ের মাস উদযাপন করা হবে নানা কর্মসূচির মাধ্যমে। সরকার ও বেসরকারি পর্যায়ে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চলবে দেশজুড়ে আসা বিভিন্ন যাত্রাপালার প্রদর্শনী।
এমএইচএস

