Logo

জাতীয়

আনোয়ারুল ইসলাম

চলতি মাসেই তফসিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

চলতি মাসেই তফসিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট

ছবি : বাংলাদেশের খবর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে লোকদেখানো ব্যবস্থা নয়, সরাসরি প্রার্থীতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনে কোনো প্রার্থী পোস্টার করতে পারবেন না; সব প্রার্থী সমানভাবে প্রচার কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাইরা গার্ডেনে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরসন ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, সরকার চিঠি দিয়ে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। কমিশন ইতোমধ্যে আইন-বিধি অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নির্বাচনের প্রয়োজনীয় সব মালামাল কেনা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের আগে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন করলে বা ভুল তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও তার পদ বাতিল হবে। নির্বাচন চলাকালে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে ফলাফল ঘোষণার আগেই তিনি ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। রিটার্নিং অফিসার চাইলে পুরো আসনের ভোটই বাতিল করতে পারবেন।

তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তাদের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা এবং সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ফলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সন্দেহের কোনো সুযোগ নেই।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মাদ মোস্তফা হাসান এবং জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

কর্মশালার সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) মো. ইউনুচ আলী। জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

ইমতিয়াজ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর