গ্রাফিক্স : বাংলাদেশের খবর
প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় আরও এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। এর আগে সময়সীমা নির্ধারণ ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অনেক প্রবাসী সময় বাড়ানোর অনুরোধ করেছেন। আমরা পর্যালোচনা করে দেখেছি, সময় বাড়ানো সম্ভব এবং যুক্তিযুক্ত। তাই নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৯০৬ জন পুরুষ এবং ১৬ হাজার ১৮৩ জন নারী।
সচিব বলেন, ‘এখন বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপ ডাউনলোড করে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন।’
এ ছাড়া আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) পদ্ধতির নিবন্ধন তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে চালু করা হবে বলেও জানান তিনি।
এমএইচএস

