ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য তারিখ জানাল ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির যে কোনো মাঝামাঝি একটি দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হবে।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময়ে নির্বাচন হতে পারে।’
উল্লেখিত সময়সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রোববার ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় মঙ্গলবারের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) ভোট-সম্পর্কিত কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তফসিলসহ সব গুরুত্বপূর্ণ তারিখ নির্ধারণ করা হবে। সভার পর দু-তিন দিন সময় নিয়ে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
একই সঙ্গে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে নির্বাচন কমিশন। যেহেতু গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করার প্রস্তাব রয়েছে। সকাল ৮টার পরিবর্তে ভোট সকাল ৭টা ৩০ মিনিটে শুরু এবং বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণের বিষয়টি আলোচনায় রয়েছে।
এসআইবি/এমবি

