ফয়েজ আহমদ তৈয়্যব
দেশে স্মার্টফোন তৈরি বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২২:০০
কালিয়াকৈর হাইটেক পার্কে ‘অনার’-এর কারখানা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : বাংলাদেশের খবর
দেশে স্মার্টফোন তৈরি সহজ ও সুবিধাজনক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
দেশের স্মার্টফোন বাজারকে শক্তিশালী করতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা (সরকার) শিগগিরই অবৈধ স্মার্টফোন আমদানি মোকাবিলায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কাজ শুরু করছি ও শুল্ক কাঠামো সংস্কার করছি। আমদানির তুলনায় যাতে দেশে স্মার্টফোন তৈরি বৃদ্ধি পায় এবং উৎপাদন আরও বেশি আকর্ষণীয় হয়।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘অনার’ তাদের কারখানা উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তৃতীয় ও চতুর্থ সাবমেরিন কেবল যুক্ত হওয়ায় দেশে ডেটার দামও কমে যাবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব। দেশের চলমান ডিজিটাল রূপান্তরের গুরুত্ব এবং ডিভাইস ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ডিজিটাল রূপান্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের নিজেদের দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা কমাতে হবে।’

ডিজিটাল গভর্নেন্স কাঠামো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং স্মার্টফোন ব্যবহারের হার বৃদ্ধি করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী। তিনি বলেন, ‘আমাদের সাইবার নীতি, ডেটা সুরক্ষা নীতি এবং ডেটা গভর্নেন্স, নিয়ন্ত্রণ কাঠামো আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করবে। ডিজিটাল ইকোসিস্টেমে জনগণের আস্থাকে আরও দৃঢ় করবে। সঠিক প্রণোদনা থাকলে স্মার্টফোন ব্যবহার ৪০ শতাংশ থেকে ৭০ এমনকি ৮০ শতাংশেও পৌঁছাতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি’র পরিচালক মো. নূরন্নবী, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এইচকে/

