Logo

জাতীয়

বিসিএসআইআর ও বিইউএফটি’র মধ্যে গবেষণা ও দক্ষতা উন্নয়নে সমঝোতা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১

বিসিএসআইআর ও বিইউএফটি’র মধ্যে গবেষণা ও দক্ষতা উন্নয়নে সমঝোতা

বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের পথ উন্মুক্ত হলো, যা জাতীয় গবেষণায় উৎকর্ষ বৃদ্ধি, টেকসই উদ্ভাবন প্রসার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সংস্থা দুটির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এ সহযোগিতার আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রং, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব প্রসেসিং প্রযুক্তির ওপর যৌথ গবেষণা পরিচালিত হবে। পাশাপাশি বৈজ্ঞানিক সম্মেলন, সেমিনার, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা এবং শিক্ষক-গবেষক-বিজ্ঞানী-শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন করবে দুই প্রতিষ্ঠান।

চুক্তির অংশ হিসেবে বিসিএসআইআর ও বিইউএফটি বৈজ্ঞানিক উপকরণ, গবেষণাজার্নাল ও ল্যাবরেটরি সুবিধা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে। পাশাপাশি যৌথভাবে স্নাতক ও স্নাতকোত্তর গবেষণা তত্ত্বাবধান করবে। এতে পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল ও শিল্প উৎপাদন প্রক্রিয়া উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় শিল্প ও প্রযুক্তি খাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিন বছর মেয়াদি এই চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য।

উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই সহযোগিতা নতুন গবেষণার সুযোগ সৃষ্টি করবে, মেধাস্বত্ব সুরক্ষা ও উন্নয়নকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি একাডেমিক ও বৈজ্ঞানিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ফলে দেশের প্রযুক্তিগত, শিল্প ও টেক্সটাইল খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত হবে।

কেএইচ/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সমঝোতা স্মারক গবেষণা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর